About Me

I Am Apple Bosunia born Bosunia para of Chilahati at Domar Upazilla under Nilphamari District. The name of my farther Father is A.T.M Jafor Siddik Bosunia who was a head master of primary school, mother name is Amina Begum Bosunia .we have 3 brother and 2 sister. I am the youngest of the family. I was interested to writing form the childhood .I started write poetry when I was in primary school. My first poetry published at weekly Atol in 2003 when I was 12 years old. I started journalism through Weekly Dag published from Saidpur. Besides my write up stated published in various weekly and dallies of Bangladesh. My poetry published in 2007 which was edited by Zakir Khan published from Iqura publication of Dhaka. That time I included as central member of Bangladesh poet forum. I have been serving as president of Poet Forum of Nilphamari district committee since 2008. I wish to publish a literary news paper. With the assistance of Abdul Kader, columnist and senior teacher of Chliahati Mar cent high school and Abdul Kader, Manager of Grameen Bank Chilahati Brach we published a literary magazine named ‘’Surjodoy’’ at 16 December of 2008. Though fist two years it was published as little magazine but now it published as tabloid size both print and online version. Once upon a time I worked in a daily named ‘’Ajker Protiva’’published from Dinajpur and ‘’Diner Shese’’ from Dhaka. Now I have been working in daily Ajkaler Khobor as a Chilahati correspondent and online news paper Uttorbangla.com as Domar correspondent. As an active member of Women Development forum of Nilphamari as well as advisor of Grassroots journalist forum of Chilahati I involved with various social development activities. I have interest to create awareness on stop child marriage, elimination of violence against women, environmental sustainability. Recently Plan international Bangladesh rewarded me as best journalist of Domar Upazilla for creating awareness on women and child rights. I have been working as editor of online news paper named Chilahati web.com since 2012. 








নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বসুনীয়া পড়ায় জন্ম গ্রহণকারী আমি আপেল বসুনীয়া। বাবা এ,টি,এম,জাফর সিদ্দীক বসুনীয়া একসময় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ,মায়ের নাম আমিনা বেগম বসুনীয়া।৩ ভাই ২ বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট।শৈশব কাল থেকেই লেখা-লেখির প্রতি আগ্রহ ছিল আমার। স্কুলে পড়াকালীন লুকিয়ে লুকিয়ে ছড়া লিখতাম ,সে সব আবার সঙ্কোচে বন্ধুদের পড়তে দিতাম । মাত্র ১২ বছর বয়সে ; ২০০৩ সালে আমার প্রথম কবিতা রংপুর থেকে সাপ্তাহিক অটল পত্রিকায় প্রকাশিত হয় ।এরপর ২০০৪ সালে সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দাগ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার হাতে খড়ি । দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হতে শুরু করে । ২০০৭ সালে ঢাকার ইক্বরা প্রকাশনীর জাকির খানের সম্পাদনায় প্রিয়া কাব্য গ্রন্থের ৪র্থ খণ্ডে খণ্ডে আমার কবিতা প্রকাশিত হয় । সেই সময় আমি ঢাকাস্থ বাংলাদেশ কবি সংসদের কেন্দ্রীয় কমিটি সদস্য হই । ২০০৮ সাল থেকে আমি বাংলাদেশ কবি সংসদ , নীলফামারী জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি । একটা সাহিত্য পত্রিকা প্রকাশের খুব ইচ্ছা ছিল আমার । অবশেষে আমার সে ইচ্ছাটা পূরণ হল। আমি ,চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কলামিষ্ট আব্দুল কাদের আহম্মেদ,চিলাহাটি গ্রামীন ব্যাংকের ব্যাবস্থাপক আব্দুর রহমান এই ৩ জন মিলে এলাকায় প্রতিভাবান লেখক/লেখিকাদের নিয়ে ২০০৮ সালের ১৬ ডিসেম্বর নিজ খরচে সাহিত্য পত্রিকা সূর্যোদয়'র প্রথম সংখ্যা বের করি । সূর্যোদয় প্রথম দুই বছর লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হলেও বর্তমানে তা বর্তমানে প্রতিমাসে ট্যবলয়েট আকারে কাগজে প্রকাশের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হচ্ছে। একসময় আমি দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা,ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনের শেষে পত্রিকায় কাজ করতাম । বর্তমানে আমি চিলাহাটি সংবাদদাতা হিসাবে দৈনিক আজকালের খবর ও ডোমার সংবাদদাতা হিসাবে অনলাইন পত্রিকা উওর বাংলা ডট কম এ কাজ করে চলেছি । নীলফামারী নারী উন্নয়ন ফোরামের সদস্য ও চিলাহাটিতে তৃণমুল সাংবাদিক দলের উপদেষ্ঠা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি আমি । শিশু বিয়ে বন্ধ,গুনগত প্রাথমিক শিক্ষার প্রসার, পরিবেশের ভারসাম্য বিষয়ে সচেতনতা তৈরিতে আমার বিশেষ আগ্রহ রয়েছে । উন্নয়ন সাংবাদিক হিসেবে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় ২০১৩ সালে উপজেলার সেরা সাংবাদিক হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সন্মাননা লাভ করি । ২০১২ সালে আমি বৃহত্তর রংপুর বিভাগের টিভি এবং জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের নিয়ে রংপুর বিভাগের ২৪ ঘন্টার সংবাদ পরিবেশনের জন্য চিলাহাটি ওয়েব নামে একটি অনলাইন পত্রিকার যাত্রা শুরু করি।

No comments:

Post a Comment